
বাসাইল সংবাদ : রোববার, ২৩ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৬৩৩জন শিক্ষার্থীর মধ্যে ৩৫২ জন বিভিন্ন গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ২জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরা হলেন বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের ছাত্র মোঃ আল আমিন ও কাঞ্চনপুর এলাহিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র আল আমিন।
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের ছাত্র মোঃ আল আমিন
উপজেলার তিনটি কলেজ থেকে ৫৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ২৭২জন ও ৪টি মাদ্রাসা থেকে ৯৭জন অংশ নিয়ে পাস করেন ৮০জন শিক্ষার্থী।
উপজেলায় এইচএসসিতে পাসের হার ৫০.৭৮ শতাংশ ও মাদ্রাসায় ৮২.৪৭ শতাংশ।
কাঞ্চনপুর এলাহিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র আল আমিন
কারিগরি থেকে ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন পাস করেছে।
ফলাফলে প্রথম স্থান অধিকার করেছে বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজ। ১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬জন পাস করেছে। এ কলেজে পাশের হার ৬৪.৮ শতাংশ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন