
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ১শ’ মসজিদে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক মসজিদে ২৫ হাজার টাকা করে বিতরণ করেন।


উপজেলার কাউলজানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান খোকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপন, সখিপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, বাসাইল উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মৎস্যজীবি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান খন্দকার লিটন, বিএনপি নেতা আয়নাল জমাদার, আব্দুল আলিম, মামুন খান, মানিক মোহাম্মদ তোহা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম। এসময় বিভিন্ন মসজিদের ইমাম, ময়াজ্জিন, বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৫ অক্টোবর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






