
বাসাইল সংবাদ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, তত্ত্ববধায়ক প্রকৌশলী (অবঃ) সড়ক ও জনপথ অধিদপ্তর ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার কে এম ইকবাল, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কাশেম মিয়া।
বাসাইল সংবাদ/একে