বাসাইল সংবাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে স্বাস্থ্য কার্ড, খেলা সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপন ও “মিড ডে মিল” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার (৫ অক্টোবর) বাসাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪শ ১৩ জন শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য কার্ড ও খেলা সামগ্রী বিতরণ, বাসাইল দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, রুল ও ইরেজার বিতরণ, বালিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষ ও ফুলের চারা রোপন করা হয়।
একইদিনে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে নথখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে “মিড ডে মিল” কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসনে। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ সৈয়দ ইবনে সাঈদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেফালী খাতুন, বাসাইল পৌর মেয়র মজিবুর রহমান, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কজেলের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সংবাদটি শেয়ার করুন