
বাসাইল সংবাদ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার পূর্ব পাড়ার সিকিম মিয়ার ছেলে মাজম আলী (৩০) নামের এক পাষান্ড স্বামীর এসিড নিক্ষেপে ঝলসে গেছে স্ত্রী শারমীন আক্তারের (২৫) মুখমন্ডলসহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ।
গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শারমীনের বাবা আব্দুল মান্নান বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়, বিগত ৭ বছর পূর্বে উপজেলার কাউলজানী গ্রামের কাল মেঘা পাড়ার আব্দুল মান্নানের মেয়ে শারমীনের বাসাইল পূর্বপাড়ার সিকিম মিয়ার ছেলে মাজম আলীর সাথে বিয়ে হয়। এসিড দগ্ধ শারমীনের বাবা জানান, আমার মেয়েকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করত তার স্বামী । এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে কৌশলে মাজম আলী আমার মেয়েকে ঘুমের ঔষধ খাইয়ে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এসিড নিক্ষেপ করে ।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম খান জানান, গত বৃহস্পতিবার ভোরে বাসাইল পূর্বপাড়ার অভিযুক্ত মাজম আলী ও তার স্ত্রী রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে মাজম তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ওই রাতেই ভোরে মাজম তার স্ত্রীর মুখে এসিড ছোড়ে। পরে শারমীনের আহাজারিতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িত ওই নারীর স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
বাসাইল সংবাদ/একে