
বাসাইল সংবাদ: রোববার, ২৭ নভেম্বর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
৮ম জাতীয় বেতন স্কেল প্রদানের পূর্বে শিক্ষকদের “বেতন ভাতা” শব্দটির পরিবর্তে “অনুদান সহায়তা” শব্দটি ব্যাবহার করে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপণটি বাতিল করার দাবিসহ শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিদের ন্যায়সঙ্গত দাবীসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বাসাইলে ২৭ নভেম্বর (রোববার) সকাল ১১ টায় শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে বাসাইল বাসস্ট্যান্ড চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিটক প্রধান মন্ত্রী বরাবরে স্বারকলিপি পেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী মিয়াসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা। স্বারকলিপিতে বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে দেশ ও জনগণের অগ্রগতি, উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে সরকারের প্রতিটি শুভ পদক্ষেপের সাফল্যও কামনা করা হয়।
বাসাইল সংবাদ/একে