নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এ অনুুষ্ঠানের আয়োজন করে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর , পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু , পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা প্রমুখ।
বাসাইলসংবাদ, ১৯ জানুয়ারি, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন