
বাসাইল সংবাদ: সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, সাবেক সহ-সভাপতি একে আজাদ খানশুর প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন