
বাসাইল সংবাদ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিলে মিডিয়া একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র এসিস্ট্যান্ড চীফ মোহাম্মদ আমিন শরীফ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। মিডিয়া একাডেমিক স্কুলের পরিচালক মোঃ নাছির খানের সভাপতিত্বে অন্যান্যে’র মধ্যে বক্তব্য রাখেন কেবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াছিন আলী খান, কাশিল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ খান কিতাব, সাবেক সভাপতি মোঃ রমজান মিয়া, বাঘিল ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহির আহম্মেদ জমাদার পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম মাহমুদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া একাডেমিক স্কুলের বটতলা শাখার প্রধান শিক্ষক এস.কে পাল সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌরাস্তা শাখার প্রধান শিক্ষক বিকাশ সরকার।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন