
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে মাদকসহ দুই ভাইকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার আছর উদ্দিনের ছেলে তানভীর (২৫) এবং তাওহীদ (২২)।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে দুই ভাই ঢাকা থেকে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে এলাকায় বেচাকেনা করছিল। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৫টি দেশীয় অস্ত্র ও নগদ ৩৫ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।’
তিনি আরও বলেন, সেনাবাহীনীর সাথে আভিযানে তাদের আটক করা হয়েছে। রাতেই আসামীদেরকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহীনী। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে বাসাইল থানায় নিয়মিত মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।’
বাসাইলসংবাদ, ২০ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন