
বাসাইল সংবাদ : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির। সোমবার (২৮ আগষ্ট) দিনব্যাপী তিনি উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের দক্ষিণপাড়া, কাঁঠালতলী, ঢংপাড়া বাজার, বাসাইল পৌর এলাকার বর্নীকিশোরীসহ বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে তার ব্যাক্তিগত উদ্দ্যোগে ত্রাণ বিতরন করেন। কাঞ্চনপুর দক্ষিনপাড়া বাজারে উপস্থিত বন্যার্তদের উদ্দ্যেশে বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করলেও তিনি প্রতিনিয়ত আপনারদের খোঁজ খবর রাখছেন। যার যতটুকু সামর্থ আছে ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি বিএনপির সকল নেতা-কর্মিদের নির্দেশ দিয়েছেন। এই ত্রান আপনাদের সাহায্যার্থে খুবই সামান্য। দেশনেত্রীর নির্দেশে আপনাদের সাথে যোগাযোগ করা , আপনাদের খবর নেয়া, এই দুঃসময়ে আপনাদের পাশে এসে দাড়িঁয়েছে বিএনপির নেতা-কর্মিরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পদক আবুল কাশেম, খন্দকার আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান তালুকদার, কেন্দ্রীয় যুবদল নেতা লায়ন হারুন অর রশীদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসান আরিফ, সদস্য তাজুল ইসলাম মিল্টন, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু সালেহ মোহাম্মদ ইমেন, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, সরকারী সা”দত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল সভাপতি শাহাদত হোসেন রানাসহ অন্যরা।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন