নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করার জন্য ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে বাসাইল ব্র্যাক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি’র কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক কোঅর্ডিনেটর সামান্থা আহমেদ, প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি আফরোজা খানম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, প্রোগ্রাম অর্গানাইজার মো. শামীম হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাসাইলসংবাদ, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন