
বাসাইল সংবাদ: বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
সরকারি রাজস্ব তহবিল থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন প্রদানের দাবিতে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন, সহকারি প্রকৌশলী মোশারফ হোসেন, সচিব আব্দুস সালাম, সহকারি কর নির্ধারক শামিম ভূইয়াসহ অন্যরা।
তারা বলেন- “স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধিনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। পৌরসভার পর্যাপ্ত তহবিল না-থাকায় কর্মকর্তা- কর্মচারীরা বেতনসহ অন্যান্য সুবিধাদি নিয়মিত পাচ্ছেন না।” “বাসাইল পৌরসভার আর্থিক সংকটের কারণে কর্মকর্তা-কর্মচারীদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে। নিয়মিত বেতন-ভাতাদি না-পেয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।”
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন