নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ছনকাপাড়া গ্রামে নওশের আলী স্মৃতি সংসদ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) উপজেলার কাঞ্চনপুর ছনকাপাড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওশের আলী স্মৃতি সংসদের সভাপতি মো. সাইদুর রহমান খোকনের সভাপতিত্বে নওশের আলী স্মৃতি সংসদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নওশের আলী স্মৃতি সংসদের উপদেষ্টা ও তেলিনা মাদরাসার সহকারী শিক্ষক মো. আরিফুল ইসলাম বাকেজ, পরায়খালি মাদরাসার সহকারী শিক্ষক মো. মমতাজুল করিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাসাইল উপজেলার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম দিপু, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম, নওশের আলীর ছোট ছেলে শামছুল আলম, বাসাইল মজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া, কাঞ্চনপুর ছনকাপাড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ওবায়দুল্লাহ , কাঞ্চনপুর ছনকাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মো. আমিরুল ইসলামসহ অন্যরা।
বাসাইলসংবাদ, ১৪ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন