
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে হযরত ছিদ্দিক তোতা শাহ্ কবির (র:)-এর পবিত্র দরবার এ ছিদ্দিক-এর বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকায় মাজার প্রাঙ্গণে এ ওরশের আয়োজন করা হয়।

ওরশ মোবারককে কেন্দ্র করে মাজারের আশপাশে বসে ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা। এ উপলক্ষ্যে হযরত ছিদ্দিক তোতা শাহ্ কবির (র:)-এর ভক্তদের ঢল নামে মাজার প্রাঙ্গণে। ওরশে দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান বাউল শিল্পীরা আধ্মাতিক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত হন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, হজরত ছিদ্দিক তোতা শাহ কবিরের ছেলে হযরত আবুবকর ছিদ্দিক, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হানিফ মিয়া, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর, কলিয়া গ্রামের বর্তমান মেম্বার রানা হামিদ লিটন, সাবেক মেম্বার কামরুল সিকদার প্রমুখ।
জানা যায়, উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকায় হযরত ছিদ্দিক তোতা শাহ্ কবির (র:) ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ভক্তবৃন্দরা কয়েক বছর এই ওরশ মোবারক পরিচালনা করেন। এরপর তার ছেলে হযরত আবুবকর ছিদ্দিক গদিনসিনের দায়িত্ব নেন। প্রতি বছর ওরশ মোবারকে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, সিলেট, জাফলং, রংপুর, নোয়াখালী, নীলফামারী, কুঁড়িগ্রাম, সিরাজগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনাসহ বিভিন্ন অঞ্চলের জাকেরবৃন্দদের ঢল নামে।
বাসাইলসংবাদ, ৩০ ডিসেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন