
চলতি মাসে প্রায় অর্ধশতাধিক গরু চুরি

বাসাইল সংবাদ: রোববার, ৩০ এপ্রিল, ২০১৭:
নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ফরিদ মিয়া (৪০) নামের এক গরু চোর চক্রের সদস্যকে আটক করে গণ ধোলাই দিয়েছে এলাকাবাসি। এসময় ৫টি গরুসহ পুলিশ তাকে উদ্ধার করে। সে উপজেলার কাশিল পূর্বপাড়ার রিয়াজ মিয়ার ছেলে।
উদ্ধারকৃত গরু।
গরু চুরিতে অতিষ্ঠ লোকজন জানায়, চলতি মাসে প্রায় প্রতিদিনই উপজেলার নাকাছিম, বাঘিল, স্থলবল্লা, বালিয়া, বল্লা, ফুলকী, ফুলবাড়ি, নিড়াইল, খাটরা, আদাজান, কাঞ্চনপুর, বাসাইল দক্ষিণ পাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক গরু চুরি হওয়ায় খোঁজাখুজির এক র্পযায়ে ভুক্তভোগিদের কয়েকজন রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বিয়ালা গ্রামের খন্দকার আলম মিয়ার বাসাইল পশ্চিম পাড়ার বাড়ি থেকে ভাড়ায় থাকা ফরিদ মিয়াকে ৫টি গরুসহ আটক করে।
গরু চুরি করে এই ঘরটিতে রাখা হত।
পরে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরুর মালিকরা এসে তাকে গনধোলাই দিতে শুরু করে। সংবাদ পেয়ে বাসাইল থানা পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে বিক্ষুদ্ধ লোকজন পুলিশসহ চোরের বাস গৃহ অবরোধ করে রাখে।
প্রায় ৩ ঘন্টা পর অতিরিক্ত পুলিশের সহায়তায় অভিযুক্ত ফরিদকে উদ্ধার করে বাসাইল থানায় নেয়া হয়। এদিকে গরু চোর প্রহৃত হওয়াকে কেন্দ্র করে উপজেলার নাকাছিম এলাকায় বিয়ালা ও স্থলবল্লা গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ফরিদকে ৫টি গরু ও চুরি উপকরণসহ উদ্ধার করা হয়েছে, সে চিহ্নিত চোর চক্রের সদস্য, তাকে আদালতে প্রেরণ করা হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন