নিজস্ব প্রতিবেদক : গণবন্ধু ভিপি নুরুল হক নুর ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার নেতৃত্বে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় টাঙ্গাইলের বাসাইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) দুপুরে বাসাইল নতুন স্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসাইল জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলের নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল জেলা কমিটির সাবেক আহবায়ক জহিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, দলের বাসাইল উপজেলা কমিটির আহবায়ক মো. রাকিবুল হাসান ভূইয়া, সদস্য সচিব কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মেহেদী, উপজেলা যুব অধিকার পরিষদের নেতা রনি তালুকদার প্রমুখ। এসময় গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ দলের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বাসাইলসংবাদ, ১১ আগস্ট, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন