
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটি আয়োজিত চেতনা বৃত্তি ফোরামের উপ-বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাসাইল, সখীপুর ও মির্জাপুর উপজেলার ২৩টি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৬টি শ্রেণীর মোট সাড়ে চারশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
জানা যায়, ২০০৮ সাল থেকে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগি মনোভাব গড়ে তোলার লক্ষে সফলতার সাথে ধারাবাহিকভাবে সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান করে আসছে এই শিক্ষাসহায়ক সংগঠন চেতনা বৃত্তি ফোরাম। প্রতিষ্ঠানটির শিক্ষা বান্ধব সাংগঠনিক কার্যক্রমে বছর বছর বেড়েই চলেছে এর জনপ্রিয়তা। উপজেলার গন্ডি পেরিয়ে এখন সুদূর প্রসারী বিস্তৃতি লাভ করছে এর পরিধি। জেলার অন্যান্য উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন চেতনা বৃত্তি ফোরামের উপ-বৃত্তি পরীক্ষায় স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করছে। বৃদ্ধি পাচ্ছে প্রতিযোগি পরীক্ষার্থীর সংখ্যা।
শিক্ষার্থীর মেধা বিকাশের সাথে সাথে গড়ে উঠছে কোমলমতি শিক্ষার্থীর শিক্ষা প্রতিযোগিতার মনোভাব। পরীক্ষায় অংশ গ্রহণ করতে আসা শিক্ষার্থীর অভিভাবক এসআই মো. মুরাদ হোসেন, বিউটি আক্তার ও রুমা আক্তারসহ একাধিক অভিভাবক জানান, শিশুদের মেধা যাচাই-বাচাইয়ের জন্য এ ধরণের পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এত শিক্ষার্থীদের মাঝে শিশুরা পরীক্ষায় অংশ নিলে তাদের সাহস বৃদ্ধি পায়।
শিক্ষা প্রতিযোগিতার ক্ষেত্রে পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিলে তাদের মানসিকভয়টা আর থাকে না। তাছাড়া এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণ করে বাচ্চাদের মেধার বিকাশ ঘটে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন