
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে রবি ২০১৬-১৭ মৌসুম বাস্তবায়িত আই’পি এম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে নথখোলা প্রদর্শনী সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল হাশিম। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আজহারুল ইসলাম সিদ্দিকী প্রমুখ। বিকেলে বাসাইল পশ্চিম পাড়া সংলগ্ন মাঠে ২০১৬/১৭ অর্থ বছরে রবি মৌসুমের রাজস্ব খাতের অর্থায়নে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাসাইল সংবাদ/একে