
বাসাইল সংবাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুঠিত হবে।
১৫ অক্টোবর (শনিবার) সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত (মহিলা ) সদস্য ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থীর মধ্যে এ প্রতীক বরাদ্ধ দেন উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা শারমিন সুলতানা। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনিত মির্জা রাজিক (নৌকা), বিএনপি’র মোঃ রমজান আলী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম মাহমুদ (ঘোড়া), আলাল উদ্দিন (টেলিফোন), খন্দকার লুৎফর রহমান (চশমা), জাকির হোসেন (মোটরসাইকেল), দেওয়ান শহীদুল ইসলাম তৌহিদুল (রজনীগন্ধা), মোঃ বারিকুল ইসলাম (টেবিল ফ্যান) ও সাইফুল ইসলাম চৌধুরী (আনারস)।
বাসাইল সংবাদ/একে