
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ মে) রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মিঠু খান। তিনি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পূর্বপাড়া গ্রামের বোরহান খানের ছেলে।
জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরাপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল একটি চক্র। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় মিঠু খান নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন ২০২৩) এর ৭ (ক) ১৫ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।’
বাসাইলসংবাদ, ১৪ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন