
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার তিরঞ্চ ঝনঝনীয়া ফুলকী (টি.জে.এফ) উচ্চ বিদ্যালয়ের ১৯৯৪-২০২৪ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনের ম্যধদিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি মনির হোসেন ভূইয়া। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, তিরঞ্চ ঝনঝনীয়া ফুলকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ জয়নাল আবেদীন ভূইয়া, তিরঞ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলমগীর হোসেন খান, ফুলকী ঝনঝনীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হানিফ উদ্দিন খান, জশিহাটী ইসলামিয়া ফাজিল মাদরাসার সুপার মাসুম বিল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক আক্তারুজ্জামান হারুন, শিক্ষানুরাগী আক্তারুজ্জামান খান, সাবেক শিক্ষক নূরুল ইসলাম, জালাল উদ্দিন, হারুন অর রশিদ খান, বেল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সহপাঠীরা।
বাসাইলসংবাদ, ০৯ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন