নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অভিভাবক, স্থানীয় সুধীজন ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, বাল্যবিয়েতে নিরুৎসাহিতকরণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষাবৃত্তি প্রদান এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর বালিকা দাখিল মাদরাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আ.ফ.ম আ. সামাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজলো পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন,
কাঞ্চনপুর এলাহিয়া বিএ মাদরাসার সুপার আব্দুল বাতেন, মাদরাসার প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বাচ্চুসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে ধর্মীয় এবং সামাজিক দিক থেকে সফল করে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিটা মায়ের ভূমিকা অপরিসীম। প্রাপ্তবয়স্ক হবার পূর্বে কোনোমতেইসন্তানকে বিয়ে দেয়া যাবে না বিষয়টি সকল মা’দের খেয়াল রাখতে হবে। এসময় স্থানীয় প্রবাসীদের অর্থায়নে মেধাবী শিক্ষাবৃত্তি এবং অন্যান্য শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ বোরখা ও উপহার তুলে দেয়া হয়।
বাসাইলসংবাদ, ০৫ ফেব্রুয়ারি, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন