নিজস্ব প্রতিবেদক : সামাজিক সহায়ক সংস্থা ঠিকানার উদ্যোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে তিনটি হোয়াইট বোর্ড ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে কম্বলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু, ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রুমেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী লিজা প্রমুখ।
এদিকে, এরআগে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরুখ খান। অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বিজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি মো. কাইয়ুম সরকার। প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল মার্বেল-ঢাকা এর এমডি এসএম মোতালেব। বিশেষ আলোচক ছিলেন ফুলকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী লিজা।
বাসাইলসংবাদ, ০৪, ডিসেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন