ডেস্ক : বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ ।বিশ্বায়নের যুগে বাংলাদেশও এর অন্তর্ভুক্ত। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে মান সম্মত শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই । যে জাতি যত বেশি উন্নত সে জাতি শিক্ষা ব্যবস্থায় তত বেশি স্মার্ট ও আধুনিকায়ন । ডিজিটাল বাংলাদেশ ভিশন-২০২১ বাস্তবায়নের পর এবার নতুন মিশন ‘স্মার্ট বাংলাদেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে এ স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে যাত্রা শুরু করার নির্দেশ দেন। স্মার্ট বাংলাদেশ রূপকল্পের ৩টি গুরুত্বপূর্ণ বিষয়- জ্ঞানভিত্তিক ই-অর্থনীতি, উদ্ভাবনী জাতি এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ বির্নিমান। সুচিন্তিতভাবে এর বাস্তবায়নে প্রস্তাব করা হয়েছে।
প্রথমত, চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তির জন্য প্রয়োজনীয় জাতীয় ই-নলেজ স্ট্রিয়ার বির্নিমান; জ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনায় অবকাঠামো নির্মাণ; স্থানীয় পর্যায়ে আন্তর্জাতিক স্টার্টআপ মেন্টর ও বিজনেস কোচ সৃষ্টি, অল্টারনেটিভ স্কুল ফর স্টার্টআপ এডুকেটরস অব টুমরো (অ্যাসেট) এবং সেন্টার ফর লার্নিং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশন অব নলেজ (ক্লিফ) প্রতিষ্ঠা।
দ্বিতীয়ত, উদ্ভাবনী জাতি গঠনে গুরুত্ব দেওয়া হয়েছে সক্ষমতা তৈরি, মানসম্মত উদ্ভাবন এবং নিয়ন্ত্রণের ওপর। উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ হিসেবে সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টার- প্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (সিড) এবং কনটেন্ট ইঞ্জিনিয়ারিং ও লিংকেজ ল্যাব (সেল) স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
তৃতীয়ত, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ বিনির্মানে সমাজের সর্বস্তরের মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আইসিটি বিভাগ ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে অন্যতম বিসিসির এনহ্যান্সিং ডিজিটাল গর্ভনমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের আত্ততায় সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন ও ডিজিটাল লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠা এবং চতুর্থ শিল্পবিপ্লবের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।
বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে স্মার্ট শিক্ষক, স্মার্ট শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই । স্মার্ট শিক্ষক ও শিক্ষার গুণগত মানের ফলপ্রসূ সমন্বিত সেবার অন্তর্ভুক্ত হয়েই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে আলোকিত স্মার্ট বাংলাদেশ বিনির্মান করা সম্ভব হবে… ইনশাআল্লাহ।
-মনির খান
সহকারী শিক্ষক, ৫৫ নং বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল।
০১৭১৬৬৫৪৫২৪
বাসাইলসংবাদ, ০৬ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন