
বাসাইল সংবাদ : রোববার, ১৩ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকীকে ধর্ষন মামলায় আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২আগষ্ট) রাত আটটায় উপজেলার নিজ এলাকা নাগবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশোক কুমার সিংহ জানান, গত ১৪ মার্চ দুপুরে এলেঙ্গা রিসোর্টে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে মিল্টন সিদ্দিকী। পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদি হয়ে কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় মিল্টন সিদ্দিকী হাইকোর্টে মামালটি স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। পরে হাইকোর্ট মামলাটি স্থগিত না করে তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন। মিল্টন সিদ্দিকীর জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাকে আটক করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) মিল্টন সিদ্দিকীর ডিএনএ সংগ্রহ করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন