নিজস্ব প্রতিবেদক : সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ, ধর্ষক ও পৃষ্ঠপোষকদের গ্রেফতারের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইলে ছাত্রলীগের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রজ্জ্বলন করে এ কর্মসূচী পালন করে ছাত্রলীগের পর্যায়ের নেতা-কর্মীরা। এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহবায়ক তানভীরুল ইসলাম হিমেলসহ অন্যরা।
বক্তারা বলেন, সকল ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। যারা ধর্ষক বা এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের যেন দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।
বাসাইলসংবাদ/ ০৭ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন