নিজস্ব প্রতিবেদক : মির্জাপুরে শিশুসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে টাঙ্গাইলের বাসাইলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে ছাত্র সমাজ ও জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক আল আমিন, সদস্য সচিব মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সামির মিয়া, ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহাদ খান, পাপ্পু মিয়াসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, ধর্ষণের শিকার হচ্ছেন। মির্জাপুরের ৯ বছরের শিশুকে ধর্ষণের শিকার হতে দেখলাম। এসব ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
বাসাইলসংবাদ, ১১ মার্চ, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন