নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)। নিহতরা মোটরসাইকেলের আরোহী।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, ‘ফ্রেশ কোম্পানীর একটি ট্রাক ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।’
বাসাইলসংবাদ/ ২৮ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন