নিজস্ব প্রতিবেদক : প্রাতিষ্ঠানিক ক্রটি জনিত কারণে কাউকে আত্তীকরণ বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারি করণের তারিখে কর্মকর্তাদের অন্তর্ভূক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গণে জেলা সরকারি কলেজ সমিতি এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সকলের পাশে থেকে দেশের উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী সরকারি কলেজ শিক্ষক সমিতির দাবি গুলো মেনে নিবেন এমন প্রত্যাশা করেন বক্তারা। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
বাসাইলসংবাদ/ ২০ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন