নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে, একযোগে চাকুরী জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছর, শতভাগ উৎসবভাতা ও স্কেল অনুযায়ী ৪৫% বাড়ি ভাড়া ও অন্যান্য দাবীতে শিক্ষক ও কর্মচারী ঐক্যজোট ও জোটভুক্ত সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে শহরের পূর্ব আদালত পাড়ায় মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে টাঙ্গাইলের বাকশিস, বাশিস, বামাশিস, বাকাশিসসহ অন্যান্য সংগঠন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূইঁয়া।
টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাকশিস-এর সভাপতি অধ্যাপক এ. কে. এম. আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইমরান হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মহাসচিব মো. হারুনুর রশিদ গাজী, টাঙ্গাইল জেলা (বাংলাদেশ স্কুল শিক্ষা সমিতি) বাশিস-এর সভাপতি মো. আব্দুল কাদের, টাঙ্গাইল জেলা শাখার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিঞা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মাসুদুর রহমান তুহিন।
বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণ করতে হবে, একযোগে চাকুরী জাতীয়করণ করতে হবে, অবসরে বয়সসীমা ৬৫বছর ও শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, স্কেল অনুযায়ী ৪৫% বাড়ি ভাড়া প্রদান করতে হবে। এটা আমাদের প্রাণের দাবী। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আশা করি দাবি পুরণে তিনি আন্তরিক হবেন। সম্মেলনে টাঙ্গাইলের সমন্বয়কেরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জেলার ভূঞাপুর উপজেলার লোকমান ফরিক ডিগ্রি কলেজের গণিত বিভাগের অধ্যাপক এবং সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরকার একই উপজেলার শহিদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের দর্শণ বিভাগের অধ্যাপক । দ্রুত সময়ের মধ্যে কমিটির বাকী পদ পূরণ করা হবে।
এসময় প্রধান অতিথি জেলার ঐক্যজোটের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। কলেজ, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের নিয়ে গঠিত ঐক্যজোটের নবগঠিত সভাপতি একেএম আব্দুল আওয়াল জেলার কালিহাতী উপজেলার শাজহান সিরাজ ডিগ্রি কলেজের পর্দাথবিজ্ঞানের বিভাগের অধ্যাপক সাধারণ সম্পাদক সদর উপজেলার কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা।
একই সাথে সদর উপজেলা কমিটির অনুমোদন দেন। নবগঠিত কলেজ শিক্ষক সমিতির সভাপতি ওবায়দুর রহমান উপজেলার লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং সাধারণ সম্পাদক মফিজুল হক রাজা সদর উপজেলার টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক ।
বাসাইলসংবাদ, ০৭ সেপ্টেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন