নিজস্ব প্রতিবেদক : সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যার প্রতিবাদ, গ্রেফতারকৃতদের মুক্তি এবং ৯ দফা দাবিতে হাজার হাজার ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শেষে বৃষ্টিতে ভিজে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবরোধ করে তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাজার হাজার ছাত্র-জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক এলাকা। আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।
এর আগে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের বৃষ্টিতে ভিজে মহাসড়কে অবস্থান করতে দেখা গেছে। কর্মসূচি চলাকালে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে, জেলার সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে।
টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্য সহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’
বাসাইলসংবাদ, ০৩ আগস্ট, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন