বাসাইলে ঐতিহ্যবাহী কাতিল বিলে মাছ ধরা উৎসব পালন করেছে মৎস্যপ্রেমীরা
মাছি ধরা উৎসবে মেতেছে অনেকেই
মাছ ধরা উৎসব পালন করেছে মৎস্যপ্রেমীরা
কাতিল বিলে নির্ধারিত দিনে শত শত লোক পলো ও জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হয়।
এ উৎসবে অনেকেই বোয়াল, মিনার কাপ ও শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের মাছ শিকার করে।
উপজেলার ফুলকি ইউনিয়নের বালিয়া এলাকার কাতিল বিলে এই মাছ ধরা উৎসব পালন করা হয়।