নিজস্ব প্রতিবেদক : বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে টাঙ্গাইলের ‘বাসাইল টিম’ কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাসাইল বাসস্ট্যান্ড থেকে বাসাইল টিমের সদস্যরা দুইটি পিকআপভ্যানযোগে ত্রাণসামগ্রীগুলো নিয়ে যাত্রা শুরু করে।
বাসাইল টিমের সদস্যরা জানান, বন্যার্ত মানুষের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে টাকা সংগ্রহ করা হয়েছে। পরে ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে প্যাকেট করা হয়েছে। বন্যা দুর্গত এলাকা কুমিল্লায় ত্রাণগুলো বিতরণ করা হবে। রাত সাড়ে ৯টার দিকে বাসাইল টিমের সদস্যরা দুইটি পিকআপভ্যানযোগে ত্রাণসামগ্রীগুলো নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে।
প্রসঙ্গত, বাসাইল টিমের সদস্যরা ২০২২ সালেও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বাসাইলসংবাদ, ২৭ আগস্ট, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন