নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের লেখা ‘স্যরি টু সে উই ডোন্ট ডু দ্যাট পলিটিক্স’ বই সম্পর্কে টাঙ্গাইলের বাসাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) বিকেলে বাসাইল প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত আলোচনা করেন বইটির লেখক ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আশিকুর রহমান পলাশ, সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহিদুল ইসলাম, আবুল কাশেম মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আশরাফউজ্জামান সোহেল, সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবি শাহআলম সানি প্রমুখ।
আজকের সমাজের প্রচলিত গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তিনি নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন এই বইটিতে। ব্যতিক্রমধর্মী রাজনীতির স্বপ্নের কথা বলা হয়েছে। তার এই বইয়ের অনুস্মরণে বিনির্মাণ হবে আগামী প্রজন্মের রাজনীতির নতুন সংজ্ঞা। এমনটাই প্রত্যাশা করছেন আলোচকরা।
বাসাইলসংবাদ/ ২২ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন