
ডালিয়া পারভীন :

ক্ষুধা দিয়েই প্রেম কিনি, কড়িতে কড়িতে প্রেম বেচি আমি তো প্রেমের জলহস্তী। আসলে প্রেম কি!! ক্ষুধা নিবারক যন্ত্র?? নাকি!! ষষ্ঠী মধুর জৈষ্ঠ মাস নাকি!! সর্বনাশের আড়াই হাত। প্রেম তো প্রেম, ভরা উদরের বেবাক জ্বালা আর খালি উদরের, জঠরানল আগুনঢালা।
তাইতো প্রেম কখনও মা, কখনও খালা কখনও স্বপ্নে দেখা উলঙ্গ প্রেমিকা। কখনও আবার ঘুনে ধরা মেকি কুত্তা। হায়রে প্রেম!! প্রেম তো রংগশালা।
রংগে মাতানো রংগে খেলা প্রেমতো সর্বনাশা খেলেও জ্বালা,না খেলেও ঘোলা প্রেম সত্যি আজব বোঝা!! নামাতে গেলে সুখের ঘানি রাখতে গেলে বোধের হানি দুচোখে ঝরে জলজ পানি তাইতো প্রেম কখনওই ঠিকই, কখনও মেকি!!
প্রিয় পাঠক, আপনিও “গল্প ও কবিতা” পাতায় আপনার লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাতে যোগাযোগ করুন-০১৭৪৯ ৮০৯০০৩