
ডালিয়া পারভীন :

মৃদুঙ্গ বাতাসে হিমেল ছোয়ায় কোন এক অবিনাশী সুরের দোলায় মন আমার উতলা।
স্বপ্নের ডালি ভরে ছন্দের নৃত্যে হিম হিম বরফের স্নিগ্ধ ছোয়ায় চোখ খুঁজে অজানা।
মহা সমুদ্রের বেতাসি শিহরনে কলংক পাখির দিপন বাতায়নে খুঁজবে মন নিশানা। হয়তো পাবো হয়তো না।
প্রিয় পাঠক, আপনিও “গল্প ও কবিতা” পাতায় আপনার লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাতে যোগাযোগ করুন-০১৭৪৯ ৮০৯০০৩