নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শহরের বাসটার্মিনালের সিকদার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের রুস্তম মন্ডলের ছেলে আসাদ মন্ডল (২১), একই গ্রামের আব্দুল মালেক মন্ডলের ছেলে ইমামুল ইসলাম (১৯) ও একই উপজেলার তারাউজিয়াল গ্রামের আক্তার মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৩)।
জানা যায়, টাঙ্গাইল বাস টার্মিনালের সিকদার মার্কেটে তাসলিমা টেলিকম নামের বিকাশের দোকানে ওই তিন যুবক ক্যাশ রেজিস্ট্রারের ছবি তোলার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাদের আটক করে টাঙ্গাইল সদর ফাঁড়ির পুলিশে সোপর্দ করে। তারা মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘বিকাশ প্রতারক চক্রের আটককৃত তিন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকাশের দোকানে গিয়ে কৌশলে ক্যাশ রেজিস্ট্রারের ছবি তুলে বিকাশ অ্যাপসের মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণার কথা স্বীকার করেছে।
…বাসাইলসংবাদ/ ১৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন