নিজস্ব প্রতিবেদক : ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির আর্থিক সহযোগিতায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড অফিস ও লাইট হাউস-এর আয়োজনে ২৫ ফেব্রুয়ারি বিকালে টাঙ্গাইল জেলা জজ আদালতের এজলাস কক্ষে লিগ্যাল এইড থেকে সেবা গ্রহিতাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শওকত আলী চৌধুরী, সিনিয়র বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান টাঙ্গাইল জেলা লিগ্যাল এইড কমিটি। সভায় উপস্থিত ছিলেন বেগম খালেদা ইয়াসমিন, বিজ্ঞ বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সুরুজ সরকার, যুগ্ন জেলা ও দায়রা জজ (১ম আদালত), বেগম মোছাম্মৎ মনিরা সুলতানা, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, এস আকবর খান, পাবলিক প্রসিকিউটর, মুজিবুর রহমান, সহকারি জজ, লাইট হাউস- প্রমোটিং পিস এন্ড জাস্টিস-টাঙ্গাইল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুনসহ প্রমুখ। সভাটি পরিচালনা করেন ফৌজিয়া হাফছা, জেলা লিগ্যাল এইড অফিসার এবং বিজ্ঞ সিনিয়র সহকারি জজ।
সভায় লিগ্যাল এইড থেকে সেবা গ্রহিতা বিচারপ্রার্থীদের মামলা সম্পর্কে তথ্য, তাদের সমস্যা শুনা, সমস্যা নিয়ে আলোচনা এবং পরিশেষে তাদের মামলা সমূহ দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
…বাসাইলসংবাদ/২৫ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন