নিউজ ডেস্ক : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র রাষ্ট্রের অন্য তিন স্তম্ভের ভুলভ্রান্তি তুলে ধরেন। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে- ভালো দিকে যাচ্ছে কিনা, সঠিক পথে আছে কিনা তা সাংবাদিকরা অত্যন্ত সুন্দরভাবে সাহসিকতার সাথে তুলে ধরেন। প্রেসক্লাবের দায়িত্ব দুটি। প্রথমত সত্য ও বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন নিশ্চিত করা। দ্বিতীয়ত সাংবাদিকের নিজের পরিবার, তাঁদের জীবন-জীবিকা ও স্বার্থগুলোও নিশ্চিত করা। মন্ত্রীর বক্ত্যব্যে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্র্যও তুলে ধরেন।
শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে টাঙ্গাইল প্রেসক্লাবের ২০২০-২১ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘১৭ মার্চ আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। সেটাকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। সম্প্রতি দিল্লিতে সংখ্যালঘু মুসলিমদের ওপর দুঃখজনক ঘটনা ঘটেছে। তার জন্য আমরা অবশ্যই ব্যথিত, আমরা অবশ্যই এটার নিন্দা জানাই।
বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের ‘সরকারের ইচ্ছা ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না’- এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়ার ক্ষমতা সরকারের হাতে নেই। এখানে সরকারের কিছু করার নেই। খালেদা জিয়া রাজনীতি করে জেলে যাননি। দুর্নীতির মামলায় প্রচলিত আইন অনুযায়ী তার সাজা হয়েছে। তার মুক্তি কেবল বিচার বিভাগের মাধ্যমে আইন অনুযায়ী হতে পারে।
নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের এক কোটি মানুষকে খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন এটা আমাদের জন্য সম্মানের। নরেন্দ্র মোদী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।’

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোটমনি, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
এর আগে মন্ত্রী ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ০৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন