রেজাউল করিম :
প্রেরণা আর সাহস জোগানোর একটি শক্তিশালী স্লোগান ‘জয় বাংলা’। নিজেকে অবাদ,রিরোপেক্ষ ও রাজনীতিমুক্ত রাখতে জীবনে কখনও এই স্লোগানটি বলা হয়নি। নিরোপেক্ষভাবে ‘জয় বাংলা’ স্লোগানের শুরুটা হলেও বর্তমান প্রেক্ষাপটে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বা সমর্থকরা স্লোগানটি ব্যবহার করে আসছে। ফলে আমার মতো নির্দলীয় মানুষগুলো স্লোগানটি ব্যবহার করেনি।
অথচ ‘জয় বাংলা’ কোন রাজনৈতিক দলের স্লোগান হিসেবে শুরু হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই স্লোগানটি সাধারণ মানুষকে মুক্তিসংগ্রামে প্রবলভাবে প্রেরণা দিয়েছিল। এর আগে বাঙালি অন্য কোন স্লোগানে এতোটা প্রেরণা পায়নি। ‘জয় বাংলার’ তাৎপর্যপূর্ণ ছিল মুলত মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণা আর ঐক্যবদ্ধ করা । দেশ স্বাধীন হওয়ার পরও মুক্তিযোদ্ধারা চিৎকার করে বলেছিল ‘জয় বাংলা’। অর্থাৎ বাংলার জয়।
অতীত ঘাটলে দেখা যায় ১৯৬৯ সালের ১৫ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষা দিবস (১৭ মার্চ) যৌথভাবে পালনের জন্য কর্মসূচি প্রণয়নের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আলোচনা সভায় তৎকালীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আফতাব আহমেদ ও চিশতী হেলালুর রহমান ‘জয় বাংলা’ স্লোগানটি সর্বপ্রথম ব্যবহার করেন। এরপর ১৯৭০ সালের ১৯ জানুয়ারি ঢাকা শহরের পল্টনের এক জনসভায় ছাত্রনেতা সিরাজুল আলম খান তার ভাষণে “জয় বাংলা” স্লোাগানটি উচ্চারণ করেছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের বিশাল জনসভার ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে ‘জয় বাংলা’ স্লোগানটি উচ্চারণ করেন । একই বছরের ১১ এপ্রিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহ্মদের প্রথম বেতার ভাষণটি শেষ হয়েছিল ‘জয় বাংলা’ দিয়ে।
যেভাবেই জয় বাংলার শুরুটা হোক না কেন এতাদিন স্লোগানটি মুলত আওয়ামীলীগের বক্তব্যেই প্রকাশ পেতো। এই স্লোগানকে জাতীয় স্লোগান করার দাবিতে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ রিট আবেদন করেন । ১০ মার্চ মঙ্গলবার ‘জয় বাংলাকে’ জাতীয় স্লোগান হিসেবে আদেশ দিয়েছে হাইকোর্ট। এর মানে এখন আমিও বলতে পারবো জয় বাংলা। আমার মতো নির্দলীয় মানুষগুলোকে জয় বাংলা বলতে বেগ পেতে হবেনা। ‘জয় বাংলা’ বললে আগে সহজেই আওয়ামীলীগ সমর্থিত মনে হতো এখন জাতীয় স্লোগান হওয়ায় সমর্থক ভাবার সুযোগ রইলো না। এখন থেকে সবার স্লোগা হবে ‘জয় বাংলা’।
লেখক : সংবাদকর্মী
…বাসাইলসংবাদ/ ১১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন