নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাব করোনা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে করোনাকালে কর্মহীন, দরিদ্র, অসহায় ও দুস্থ এমন ৩০টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুস্থদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যে ক্লাবের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দারসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার করোনাকালে কর্মহীন, দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিবেন।
প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার ও সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‘প্রেসক্লাব একটি সামাজিক প্রতিষ্ঠান। আমরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করি। সে দায়বদ্ধতা থেকে সমাজের জন্যে যৎসামান্য কিছু করতে পেরে প্রেসক্লাব সম্মানবোধ করছে। ক্লাবের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দুস্থ পরিবারে চিনি, সেমাই, আতপচাল, সাবান ও গুড়া দুধ দেওয়া হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২২মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন