নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে প্রতীমাবংকী এলাকার করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ৫ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার প্রতিমাবংকী মিয়াবাড়ী জামে মসজিদ মাঠে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিতরণকালে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জিন্নত আলী, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম সিকদার, সদস্য খন্দকার সহিদ পাশা, হাসান আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ০৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন