নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে জ্বর ও শ্বাসকষ্টে শামসুল হক নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত স্কুল শিক্ষক শামসুল হক বড়হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত বলেন, ‘ওই স্কুল শিক্ষক জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে বুধবার রাতে তার মৃত্যু হয়। এঘটনায় ওই শিক্ষকের আশপাশের বাড়িতে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান বলেন, ‘ওই শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে বৃহস্পতিবার ভোরে নমুনা সংগ্রহ করা হয়েছে। ‘ওই বাড়িতে তারা স্বামী-স্ত্রী মিলে বসবাস করছিলেন। পরে তার স্ত্রীরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘এঘটনায় তার বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টি রাখা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ০৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন