নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস প্রতিরোধী মাস্ক, সাবান ও হ্যান্ডগ্লাভস্ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার ঢাকা-সখীপুর সড়কের বড়চওনা বাজার থেকে নলুয়া বাজার পর্যন্ত তারা এসব পন্য সামগ্রী বিতরণ করেন। ৫০০মাস্ক ও সাবান এবং ২০০ হ্যান্ডগ্লাভস বিতরণের পাশাপাশি তারা করোনাভাইরাস সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতনতায় মাইকিংও করেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক রাসেল আল-মামুন, ছাত্রলীগ নেতা মামুন, ফারুক খান , মেহেদী শিকদার, আশিকুর রহমান, স্বাধীন, নাসির, মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/২৩ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন