নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আবদুল কাদের মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ঘেচুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাদের ওই গ্রামের মৃত আবদুল হালিম মিয়ার ছেলে। গত ২০১৭ সালের একটি চেক জালিয়াতি মামলার রায়ে তার বিরুদ্ধে তিন মাসের সাজা দেয় আদালত। এরপর থেকে সে পলাতক ছিল।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শুকান্ত রায় বলেন, তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আবদুল কাদেরকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/২২ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন