নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর তারেক। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ৬৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সখীপুর থানার ওসি আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক বলেন, ‘ ব্যক্তি উদ্যোগে আজ সখীপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ৬৪টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ৯ ও ৬ নম্বর ওয়ার্ডে ও বৃহস্পতিবার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছানো হবে। সব মিলিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩২০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।’
…বাসাইলসংবাদ/৩১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন