নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কুমুড়িয়াঝুড়ি গ্রামে প্রতিষ্ঠিত ‘আওয়াজ’ নামের একটি সংগঠনের উদ্যোগে ইউনিয়নটির বিভিন্ন গ্রামের ৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও ইউনিয়নটির গাজির দোকান, বেড়বাড়ী, হেচারি মার্কেট, তুরূপ বাজার, কামালিয়াচালা বাজারসহ বিভিন্ন বাজারে সাবান ও লিফলেট বিতরণ করা হয়।

এছাড়াও উপজেলার ১৯টি মসজিদে সাবান, সেভলন ও ব্লিসিং পাউডার বিতরণ করা হয়। ক্লাবটির সামনে পথচারিদের হাত ধোয়ার জন্য পানির ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাহাত, মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, বিল্লাল হোসেন, ক্রীড়া সম্পাদক শামীম আল মামুন, সদস্য আউয়াল হোসেন, হাবিব, পাপন, রেজু মিয়া, কামরুল, নাছিরসহ অন্যরা।
…বাসাইলসংবাদ/৩১ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন