নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিবশতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলাবাসীকে মুজিব বর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দিগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (আলমগীর) । গত সোমবার ( ১৬ মার্চ ) এক শুভেচ্ছা বার্তায় মো. আতিকুর রহমান শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই বাংলাদেশ। যার জন্ম নাহলে আমরা স্বাধীনতা পেতাম না, স্বাধীনতার সে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই মহান নেতা ও তার পরিবারের শহীদ সদস্যদের।
তিনি আরও জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন পুুরণে যিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলেছেন সেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
…বাসাইলসংবাদ/ ১৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন