নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে নোয়াব আলী নামের ৯ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাঁশতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নোয়াব আলী উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের বরাত দিয়ে জানা যায়, নোয়াব আলী পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। আমেনা ট্রেডার্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিলো তার। উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়ে গত দুই বছর আগে দক্ষিণআফ্রিকা পাড়ি জমান তিনি। এরপর ২০১৮ ও ১৯ সালে তার বিরুদ্ধে মোট ৯টি মামলা হয়। এর মধ্যে মামলা নং- ২০১৮ সালের একটি মামলায় তার ৪ লাখ ৭৫ হাজার টাকা অর্থদ- ও ৫ মাসের কারাদ-, ৯৯৭/১৮ তে হয় সাড়ে ৬লাখ টাকা অর্থদ- ও ৭ মাসের কারাদ-, ১৯১৯/১৮ তে সাড়ে ৪ লাখ টাকা অর্থদ- ও ৪ মাসের কারাদ-, ৮৮৭/১৮ তে সাড়ে ৭ লাখ টাকা অর্থদ- ও ৬ মাসের কারাদ- দেয় আদালত। এছাড়াও বাকি ৫ মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ১৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন